ইউসুপপুর ক্রীড়া সংঘের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি

- আপডেট সময় : ০৬:৫০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫ ২৮ বার পড়া হয়েছে
- মোঃ ইসমত দ্দোহা, লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুর সদর উপজেলার ১১ নং হাজিরপাড়া ইউনিয়নের ইউছুপপুর ক্রীড়া সংঘের উদ্যোগে ইফতার মাহফিল ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে ক্রীড়া সংঘের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
২০০২ সালে এই ক্রীড়া সংঘ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই খেলাধুলার পাশাপাশি সামাজিক কার্যক্রমও চালিয়ে যাচ্ছে নিয়মিত।
ক্লাবের সদস্যদের নিজস্ব অর্থায়নেই সামাজিক , ক্রীড়া ও সংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করা হয়।
আজকের অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক রোজাদারের সম্মানে ইফতার আয়োজন করা হয়। পাশাপাশি ৫০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত নারী ও শিশুর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
মিডিয়ার সাথে আলাপ কালে ক্রীড়া সংঘের অন্যতম পৃষ্ঠপোষক ও প্রতিষ্ঠাকালীন সদস্য মীর ফয়সাল টিপু বলেন, ২৩ বছর আগে প্রতিষ্ঠিত এই ক্রীড়া সংঘ আমাদের আবেগ ও অনুভূতির একটা স্থান দখল করে আছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এ সংগঠনের মাধ্যমে ক্রীড়া – সংস্কৃতিক কার্যক্রমের পাশাপাশি স্হানীয় পর্যায়ে সুবিধাবঞ্চিত জনসাধারণের জীবন মান উন্নয়ন ও সামাজিক যে কোন দুর্যোগময় মূহুর্তে পাশে থাকার।
তিনি আরও বলেন ২০২৪ সালের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে আমরা স্থানীয় জনসাধারণের পাশে ছিলাম সর্বোচ্চ চেষ্টা করেছি সহযোগিতা করার। যা ইতিপূর্বেও আমাদের চলমান ছিলো, ভবিষ্যতেও থাকবে।
আজকের অনুষ্ঠান আয়োজনে ও সার্বিক সহযোগিতা করেন ক্রীড়া সংঘের সদস্য মীর ফয়সাল টিপু, শাওন মুন্সি, মীর মাহের, পলক মুন্সি, মামুন, মোহন খান, মোহন, লিটন, আব্দুল্লাহ, মাইনুদ্দিন, রিয়াদ, জামিল,ফয়সাল মুন্সী রুবেল ভূঁইয়া, পবন মুন্সী প্রমূখ।