কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে পরিবেশবান্ধব শক্তি পুনর্ব্যবহার ও কৃত্রিম বুদ্ধিমত্তার উপর এক বিশেষ সেমিনারের আয়োজন করা হয়

- আপডেট সময় : ০৩:৫৭:০১ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ২২ বার পড়া হয়েছে
সবুজ শক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে কলকাতায় আন্তর্জাতিক সেমিনার
আজ, ২৪শে ডিসেম্বর মঙ্গলবার, দুপুর ২টায় কলকাতার সায়েন্স সিটি অডিটরিয়ামে, পরিবেশ বিজ্ঞানী ডঃ স্বাতী নন্দী চক্রবর্তীর উদ্যোগে এবং এনভায়রনমেন্ট সায়েন্টিফিক ও ফিউচার ফর ফিউচার ফাউন্ডেশন-এর যৌথ ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল এক বিশেষ আন্তর্জাতিক সেমিনার। এই আলোচনাচক্রের মূল বিষয় ছিল গ্রীন এনার্জি রিসাইক্লিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ভবিষ্যৎ প্রয়োগ।
অনুষ্ঠানের সূচনা হয় ঐতিহ্যবাহী প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে। একই সঙ্গে প্রকাশ করা হয় একটি পুস্তিকা। আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় ও স্মারক দিয়ে সম্মান জানানো হয়।
মঞ্চে উপস্থিত ছিলেন
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবাশীষ সেন, আইএএস এবং নিউ বেঙ্গল কনসালটেন্সি-র প্রতিষ্ঠাতা ও সিইও। এছাড়া ডঃ স্বাতী নন্দী চক্রবর্তী, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কমল সরকার, আইএসওএএইচ-এর ডিরেক্টর সন্দীপ সেনগুপ্ত, টেক্সম্যাকো-র এমডি সুদীপ্ত মুখার্জী, ইন্ডিয়া পাওয়ার-এর প্রেসিডেন্ট সঞ্জীব সিনহা, আইআইএসডব্লিউবিএম-এর অধ্যাপক বিনয় চৌধুরী, এআই বিশেষজ্ঞ তমাল মুখার্জী, সুইচ অন-এর কনসালটেন্ট অজয় মিত্তাল, লিথুয়াম পিলস-এর ডিরেক্টর সুমন্ত সরকার, আইইএম কনসালটেন্সি সার্ভিস-এর ডঃ অমিত কুমার দাস, মাইক্রোসফট-এর সুচন্দ্রা সেনগুপ্ত এবং রাইস ইউনিভার্সিটি ইউএসএ-র ডঃ সোহিনী ভট্টাচার্য সহ একাধিক বিশিষ্টজন।
মূল আলোচনা বিষয়
সেমিনারে মূলত আলোচনা হয় — কিভাবে বিশ্ব উষ্ণায়ন ও কার্বন নিঃসরণ কমাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-র প্রয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং কীভাবে ভবিষ্যতে সবুজ শক্তির ব্যবহার বাড়িয়ে আরও পরিবেশবান্ধব প্রযুক্তি আনা সম্ভব। এই উদ্যোগের মাধ্যমে নবায়নযোগ্য শক্তির (রিনিউয়েবল এনার্জি) উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়, যার মধ্যে রয়েছে — বাতাসের শক্তি, সৌর শক্তি, জৈব শক্তি, জলবিদ্যুৎ, ভূ-তাপীয় শক্তি এবং সাগর তরঙ্গের শক্তি।
উপস্থিত ছাত্র-ছাত্রী ও তরুণদের অংশগ্রহণ
এই সম্মেলনে কলকাতার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে একশোরও বেশি ছাত্র-ছাত্রী অংশ নেন। তারা জানতে পারেন — কিভাবে বিদ্যুৎ উৎপাদন ও বণ্টনে ভারসাম্য রক্ষা করে, অপ্রয়োজনীয় শক্তি অপচয় রোধ করা যায় এবং পরিবেশবান্ধব শহর গঠন ও পরিবহন ব্যবস্থার উন্নতিতে সবুজ শক্তি ব্যবহার করা যায়। এছাড়া, তরুণদের জন্য সবুজ শক্তি সংক্রান্ত কর্মসংস্থানের সম্ভাবনাও তুলে ধরা হয়।
বিশ্ব পরিসরে সবুজায়ন ও বর্জ্য ব্যবস্থাপনা
আলোচনায় উঠে আসে — বিশ্বজুড়ে বৃক্ষচ্ছেদন ও পরিবেশ ধ্বংসের ফলাফল এবং কীভাবে আন্তর্জাতিক স্তরে সবুজায়ন ও পুনর্ব্যবহারযোগ্য শক্তির মাধ্যমে এই সংকট সামাল দেওয়া যায়। বিভিন্ন দেশে কীভাবে বর্জ্য পদার্থ পুনঃব্যবহার করে শক্তি উৎপাদন করা হচ্ছে এবং এআই প্রযুক্তি পরিবেশ রক্ষায় কীভাবে সহায়ক হচ্ছে, সেই অভিজ্ঞতাও ভাগ করে নেন বিশেষজ্ঞরা।
ডঃ স্বাতী নন্দী চক্রবর্তী এবং দেবাশীষ সেনের নেতৃত্বে এই আলোচনাচক্রের মাধ্যমে মূলত সমাজের সকল স্তরে পরিবেশবান্ধব সবুজ শক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দিশা দেখানো হয়।
এই সেমিনার নিঃসন্দেহে কলকাতায় পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তির এক স্মরণীয় অধ্যায় হয়ে রইল।