চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল।
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল।

- আপডেট সময় : ০৭:২৮:০৮ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার লক্ষ্মীপুরঃ
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মার্চ) প্রেসক্লাব মিলনায়তনে দোয়া ও ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চন্দ্রগঞ্জ থানা তদন্ত কর্মকর্তা বেলায়েত হোসেন । বিশেষ অতিথির বক্তব্য রাখেন চন্দ্রগঞ্জ বাজারের ব্যাবসায়ী ও সামাজিক নেতৃবৃন্দ।
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি অধ্যক্ষ আব্দুন নুর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন এর সঞ্চালনায় চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাবেক কমিটির সভাপতি,সাধারণ সম্পাদকসহ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য বৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক ব্যাবসায়ী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত।
আলোচনা শেষে ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করেন কফিল উদ্দিন বিশ্ব বিদ্যালয় মসজিদের খতিব মাওলানা আলতাফ হোসেন।