চন্দ্রগঞ্জ মোবাইল অ্যাসোসিয়েশন ইফতার মাহফিল অনুষ্ঠিত
চন্দ্রগঞ্জ মোবাইল অ্যাসোসিয়েশন ইফতার মাহফিল অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৩:৪০:১৮ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫ ৯১ বার পড়া হয়েছে
চন্দ্রগঞ্জ মোবাইল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
চন্দ্রগঞ্জ বাজারের শাহিন হোটেল এন্ড রেস্টুরেন্টের ভিআইপি রুমে সোমবার বিকালে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ চন্দ্রগঞ্জ বাজারে প্রায় ৫০জন মোবাইল ব্যবসায়ি উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলের শুরুতে সভাপতির বক্তব্য রাখেন মো. আনোয়ার হোসেন তিনি বলেন, “রমজান মাস একটি পবিত্র মাস, যেখানে আমাদের নিজেদের আত্মবিশ্বাস ও আত্মশুদ্ধি অর্জনের পাশাপাশি সমাজের উন্নতি নিয়ে চিন্তা করতে হয়। এই মাহফিল আমাদের একত্রিত হওয়ার সুযোগ প্রদান করেছে, এবং আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।”
এছাড়াও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির তার বক্তব্যে বলেন, “চন্দ্রগঞ্জ মোবাইল অ্যাসোসিয়েশন শুধু ব্যবসায়িক দিক থেকেই নয়, সমাজের সার্বিক উন্নয়নে অবদান রাখছে। এই ধরনের ইফতার মাহফিলের আয়োজন আমাদের একে অপরকে আরও কাছাকাছি নিয়ে আসে এবং সাম্প্রদায়িক ঐক্য বজায় রাখার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
মাহফিলে উপদেশষ্টা মন্ডলির সদস্য মো. হাফিজুর রহমান, মো. সজিব এবং আবদুল মতিনও উপস্থিত ছিলেন এবং তারা তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানটি অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবাই একে অপরের সাথে ইফতার পর্ব পালন করে মহান রমজান মাসের কল্যাণ কামনা করেন।