পুকুর থেকে মাছ ধরতে গিয়ে ৪টি শটগানসহ মোট ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে
পুকুরে মাছ ধরতে গিয়ে বরশিতে মিললো ৬ আগ্নেয়াস্ত্র

- আপডেট সময় : ০৭:১২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
নাটোরে একটি পুকুর থেকে মাছ ধরতে গিয়ে ৪টি শটগানসহ মোট ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) বিকেলে সদর হাসপাতালের সামনে কান্দিভিটুয়া এলাকার তালাবঘাট পুকুর থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রগুলো হলো— চারটি শটগান, একটি দোনালা বন্দুক ও একটি এয়ারগান। বিষয়টি নিশ্চিত করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী।
তিনি বলেন, সকালে পুকুরে দুজন ছেলে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। হঠাৎ বড়শি পানির নিচে আটকে গেলে তারা বরশি ছুটাতে পানিতে নামেন। এ সময় তারা দেখে বড়শিতে একটি কম্বল আটকে গেছে। পরে কম্বলটি খুলে অস্ত্রগুলো পাওয়া যায়।
তিনি আরও জানান, বিষয়টি সদর থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ আসে। এরপর ফায়ার সার্ভিসের মাধ্যমে ডুবুরি দল এনে পুরো পুকুর খুঁজে ৪টি শটগান পাওয়া যায়। শনিবার (২৯ মার্চ) পুরো পুকুরের পানি সেচে নতুনভাবে পুকুর থেকে অস্ত্র উদ্ধারে অভিযান শুরু হবে বলেও জানান তিনি।