সংবাদ শিরোনাম ::
বদরের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: ড. রেজাউল করিম
বদরের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: ড. রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৯:৫৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ ৩২ বার পড়া হয়েছে
ঐতিহাসিক বদরযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সব ষড়যন্ত্র, বাধা-প্রতিবন্ধকতা মোকাবিলা করে অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে রাজধানীতে বদর যুদ্ধের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।
ড. রেজাউল করিম বলেন, ঐতিহাসিক বদরযুদ্ধের মাধ্যমে ইসলাম প্রাতিষ্ঠানিক ভিত্তি পেয়েছিল। বিশ্বদরবারে মুসলিমরা উদীয়মান ও অপ্রতিরোধ্য সামরিক শক্তিতে পরিণত হয়েছিল। এ যুদ্ধে মানুষের ধারণাপ্রসূত সব রকমের চিন্তা ও উপলব্ধির বাইরে গিয়ে আল্লাহতায়ালা অস্ত্রশস্ত্রহীন ইমানদারদের অতিক্ষুদ্র দলটিকে বিজয় দান করেছিলেন।
তিনি বলেন, তাই ইসলামি আন্দোলনের কর্মীদের কোনো বাধা-প্রতিবন্ধকতায় ভীত-সন্ত্রস্ত হলে চলবে না; বরং ইমানের আলোকিত হয়ে সকল প্রকার অশুভ, স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে।
মুহাম্মদ রেজাউল করিম বলেন, ঐতিহাসিক বদরযুদ্ধ তৌহিদে বিশ্বাসীদের জন্য প্রেরণার উৎস হয়ে রয়েছে। পৃথিবীর যে প্রান্তে যখনই মুসলমানরা অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন তারা সংখ্যায় বা সম্পদে কম হলেও আল্লাহ তাদের বিজয় দান করেছেন। যার বাস্তব প্রমাণ ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লব।
তিনি বলেন, পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদী অপশক্তি সেদিন দলীয় পশুশক্তি, রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার ও আধিপত্যবাদী শক্তির সহযোগিতায়ও ছাত্র-জনতার বিজয় রুখতে পারেনি। তাই আগস্ট বিপ্লবের চেতনায় দেশকে অপশাসন-দুঃশাসনমুক্ত করে এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে দলমত নির্বিশেষে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হতে হবে। অন্যথায় পতিতরা মাথাচাড়া দিতে পারে।
মহানগরী মজলিসে শুরা সদস্য ও থানা আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি আতিক হাসান রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা শূরা ও কর্মপরিষদ সদস্য জাহাঙ্গীর হোসাইন, আব্দুল্লাহ আল মুজাহিদ, থানা ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।