ভারতে তারাবির সময় মসজিদে ‘হামলা’,পুলিশ বললো ‘ঐতিহ্য’!
ভারতে তারাবির সময় মসজিদে ‘হামলা’,পুলিশ বললো ‘ঐতিহ্য’!

- আপডেট সময় : ০৬:০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫ ২৭ বার পড়া হয়েছে
ভারতের মহারাষ্ট্রের রত্নগিরিতে একদল লোকের গাছের গুঁড়ি দিয়ে মসজিদের গেটে ধাক্কা মারার ভিডিও ভাইরাল হওয়ার পর বিতর্ক শুরু হয়েছে। সেখানে স্লোগান দেয়া এবং বেআইনি সমাবেশের অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, গত ১২ মার্চ হোলি উৎসবের সময় কোঙ্কণ অঞ্চলে অনুষ্ঠিত বার্ষিক শিমগা শোভাযাত্রার সময় এই ঘটনাটি ঘটে বলে জানা গেছে। শোভাযাত্রাটি একটি মসজিদের গেটে পৌঁছালে কিছু লোক গাছের গুঁড়ি দিয়ে মসজিদের গেটে আঘাত করে এবং গেটটি ভেঙে ফেলে বলে অভিযোগ।
প্রতিবেদন মতে, দুই কিলোমিটার দীর্ঘ এই শোভাযাত্রাটি একটি বার্ষিক অনুষ্ঠান ছিল, যা নিকটবর্তী একটি মন্দিরে শেষ হয়। ঐতিহ্য অনুসারে, এতে অংশগ্রহণকারীরা একটি লম্বা গাছের গুঁড়ি বহন করে এবং এটি মসজিদের সিঁড়িতে স্থাপন করা হয়। তবে এই বছর, কিছু ব্যক্তি মসজিদের গেটে ভাঙচুরের চেষ্টা করেছে বলে অভিযোগ।
সংবাদমাধ্যম মুসলিম মিরর জানিয়েছে, হোলির আগের দিন পালিত শিমগা উৎসবের সময় মব পরিস্থিতি সৃষ্টি করে হিন্দুত্ববাদী জনতা জোরপূর্বক রত্নগিরি মসজিদের গেট ভেঙে প্রবেশের চেষ্টা করে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বেশ কিছু মানুষ বিশাল কাঠের কাঠামো দিয়ে মসজিদের গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করছে। গত বুধবার ওই মসজিদে তারাবির নামাজ চলাকালীন এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
সেখানে উপস্থিত পুলিশের সামনেই এ ঘটনা ঘটে বলেও অভিযোগ উঠেছে। তবে পুলিশের দাবি, মসজিদে জোর করে প্রবেশের ঘটনা ঘটেনি এবং তারা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।