জকসিন বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা।
সস্তা মোটা চাল নামি দামি কোম্পানির বস্তায় ভরে প্রতারণা,ব্যবসায়ীর জরিমানা

- আপডেট সময় : ১০:১৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ১০ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের জকসিন বাজারে চালের বস্তা নকল করার বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান।
বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুর জেলার জকসিন বাজারের মেসার্স আরিফ ষ্টোরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে চালের বস্তা নকল করার বিরুদ্ধে যৌথ বাহিনীর উদ্যোগে একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এ সময় বেশ কয়েক বস্তা চাল জব্দ করে যৌথবাহিনী। মোবাইল কোর্টে নেতৃত্ব দেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামশেদ আলম রানা।
ভারতীয় এলসি করা ‘নুর জাহান’ নামক মোড়কের চালের বস্তা পরিবর্তন করে অন্য কোম্পানির বস্তায় ভরে প্রতারণার অভিযোগে নাজমুল হাসান (১৯) নামে এক চাল ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ১১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা।
এর আগে সন্ধ্যায় জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে জকসিন পূর্ব বাজারের হাজী সরোয়ার মার্কেটে নাজমুল হাসানের চালের গোডাউনে অভিযান চালিয়ে ২৮০ বস্তা চালসহ ওই ব্যবসায়ীকে আটক করে যৌথবাহিনী।
দণ্ডপ্রাপ্ত নাজমুল বাঙাখাঁ গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।