লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে একঘন্টা কর্মবিরতি পালন

- আপডেট সময় : ০৮:২৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে একঘন্টা কর্মবিরতি পালন

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের নির্দেশনায় একঘন্টা কর্মবিরতি পালন করেন।মঙ্গলবার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়।জানাযায়, গত ০৯ ফ্রেব্রুয়ারী২০২৫ ইং তারিখ ম্যাটস্ শিক্ষার্থীদের যৌক্তিক চার দফা দাবি আদায়ে এবং মন্ত্রণালয় কর্তৃক প্রতিশ্রুতি মোতাবেক চার দফা দাবি বাস্তবায়নের জন্য শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশ প্রশাসনের অতর্কীত হামলা ও নৃশংসভাবে শিক্ষার্থীদের আহত করা ও সাংবাদিকদের হামলা করার প্রতিবাদে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের নির্দেশনায় সারা দেশ ব্যাপী সকল উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারগণের এক ঘন্টা এই কর্মবিরতি পালন করেন ।এইসময় উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. মাকছুদুর রহমান ভূঁইয়া, ডি.এম.এফ সাজ্জাদ হোসেন, ইয়াসিন লিটন, পলাশ দেবনার্খ, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, কার্যনিবাহী সদস্য সাহাদাত হোসেন প্রমুখ।